শুক্রবার, ০৫ ডিসেম্বর ২০২৫, ০৫:৪৬ অপরাহ্ন
শিরোনাম :
নেতাকর্মীদের ভালোবাসায় সিক্ত হয়ে পথসভায় মনিরুল হাসান বাপ্পী সকল ভেদাভেদ ভুলে ঐক্যবদ্ধ বিএনপি নির্বাচিত হয়ে রাষ্ট্র পরিচালনা করবে স্বার্থান্বেষী মহলের তৎপরতা: খুলনা জেলা খাদ্য কর্মকর্তার প্রত্যাহারের দাবিতে সাজানো মানববন্ধন নাগরিক ফোরাম ৯নং ওয়ার্ডের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত অভিযোগ চালনা পৌরসভা ও দাকোপের পূজা মন্দির পরিদর্শনে জিয়াউর রহমান পাপুল সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে কাজ করবো তেরখাদায় জামায়াতে ইসলামীর পি আর পদ্ধতিতে জাতীয় নির্বাচনসহ ৫দফা দাবি আদায়ের লক্ষ্যে বিক্ষোভ মিছিল সমাবেশ তেরখাদা উপজেলা যুবদলের যুব সমাবেশ সফলের লক্ষ্যে প্রস্তুতি সভা অনুষ্ঠিত ৭০ নতুন কমিটি দিলো ছাত্রদল, তিনটি বিলুপ্ত ডুমুরিয়া উপজেলার সাহস ইউনিয়নে উঠান বৈঠকে আলী আসগর লবি আমি নির্বাচিত হলে পরিবেশবান্ধব শিল্পাঞ্চল হবে ডুমুরিয়া তেরখাদার হাড়িখালী টেকনিক্যাল এন্ড বিজনেস ম্যানেজমেন্ট কলেজে নবীন বরণ ও আলোচনা অনুষ্ঠান

ধাওয়ানের থেকে যে রেকর্ডে কেড়ে নিলেন কোহলি

  • আপডেট টাইম : শনিবার, ২৯ মার্চ, ২০২৫
  • ২২১ বার

রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু দীর্ঘ ১৭ বছর পর চেন্নাই সুপার কিংসের বিপক্ষে তাদের ঘরের মাঠে জিতেছে। ম্যাচে ৩০ বলে ৩১ রান করেন বেঙ্গালুরুর বিরাট কোহলি। আর এই ইনিংস খেলার পথে একটি রেকর্ডও গড়েছেন তারকা এ ব্যাটার।

এতদিন চেন্নাইয়ের বিপক্ষে সর্বোচ্চ রানের রেকর্ড ছিল শিখর ধাওয়ানের। ১০৫৭ রান করেছিলেন সাবেক এই ওপেনার। কোহলি এবার তাকে টপকে গেলেন। তিনি চেন্নাইয়ের বিপক্ষে ৩৪ ম্যাচে ১০৬৮ রান করেছেন।

শুক্রবার ১০ বল খেলার পরই চেন্নাইয়ের বিপক্ষে সবচেয়ে বেশি রান করার রেকর্ডটি গড়েন কোহলি। রেকর্ড গড়ার সঙ্গে সঙ্গেই স্টেডিয়ামে উপস্থিত বেঙ্গালুরুর সমর্থকদের উল্লাস করতে দেখা যায়।

এদিকে চেন্নাইয়ের বিপক্ষে সবচেয়ে বেশি রান করার তালিকায় কোহলি, শিখরের পরই রয়েছেন রোহিত শর্মা। তিনি ৮৯৬ রান করেছেন। ডেভিড ওয়ার্নার (৬৯৬) এবং কায়রন পোলার্ড (৫৮৩) চেন্নাইয়ের বিপক্ষে রান করার তালিকায় প্রথম পাঁচে রয়েছেন।

গতকাল কোহলি ৩১ রানের বেশি করতে না পারলেও তার দল ম্যাচ জিতেছে। বেঙ্গালুরু প্রথমে ব্যাট করে ১৯৬ রান করে। অর্ধশতরান করেন অধিনায়ক রজত পাতিদার। বেঙ্গালুরুর ১৯৬ রানের জবাবে চেন্নাই ১৪৬ রানের বেশি করতে পারেনি।

ক্রিকেটআইপিএলবিরাট কোহলি

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) চলতি আসরে র‌য়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিপক্ষে ঘরের মাঠ ইডেন গার্ডেন্সে নিজেদের প্রথম ম্যাচ খেলেছিল ডিফেন্ডিং চ্যাম্পিয়ন কলকাতা নাইট রাইডার্স। তবে উদ্বোধনী ম্যাচে হেরে যায় তারা। কিন্তু দ্বিতীয় ম্যাচে রাজস্থান রয়্যালসকে বড় ব্যবধানে হারায় তারা।

এবার নিরাপত্তাজনিত কারণে একটি ম্যাচের সূচি পরিবর্তনের দাবি জানিয়েছিল কলকাতা পুলিশ। আর সেটি মেনে নিয়ে ৬ এপ্রিলের ম্যাচ পিছিয়ে দিয়েছে আইপিএল কর্তৃপক্ষ।

আগের সূচি অনুযায়ী ৬ এপ্রিল রাত ৮টায় ইডেন গার্ডেন্সে লখনৌ সুপার জায়ান্টসের মোকাবিলা করার কথা ছিল স্বাগতিক কলকাতার। তবে সেই ম্যাচটির সূচি দু’দিন পিছিয়ে ৮ এপ্রিল করা হয়েছে। তবে ওই দিন আরেকটি ম্যাচ থাকায় কলকাতা-লখনৌর ম্যাচটি হবে বিকেল ৪টায়। আর ৬ এপ্রিল রাতে একমাত্র ম্যাচে মুখোমুখি হবে সানরাইজার্স হায়দরাবাদ ও গুজরাট টাইটান্স। আইপিএল কর্তৃপক্ষ এক বিবৃতিতে ওই ম্যাচের সূচি বদলের কথা জানিয়েছে।

আইপিএল বিবৃতিতে জানিয়েছে, ‘কলকাতা পুলিশ ওই রাজ্যের ক্রিকেট অ্যাসোসিয়েশন অব বেঙ্গলকে (সিএবি) ৬ এপ্রিল উৎসবের কারণে সেখানকার ম্যাচ সরিয়ে নেওয়ার অনুরোধ জানিয়েছিল। সে অনুসারে কর্তৃপক্ষ কলকাতা-লখনৌ ম্যাচ ৮ এপ্রিল বিকেল ৪টায় আয়োজনের সিদ্ধান্ত নিয়েছে। এর বাইরে বাকি সূচি অপরিবর্তিত–ই থাকছে।’

পিটিআইকে কলকাতা ক্রিকেট অ্যাসোসিয়েশনের সভাপতি স্নেহাশীষ গাঙ্গুলি এর আগে বলেছেন, ‘কলকাতা পুলিশের সঙ্গে আমরা একাধিকবার যোগাযোগ করেছি এবং প্রতিবারই তারা জানিয়েছে ৬ এপ্রিল খেলার জন্য পর্যাপ্ত নিরাপত্তা দিতে পারবে না। যদিও সেখানে পুলিশি নিরাপত্তা না থাকে, ৬৫ হাজার দর্শকের সকল ব্যবস্থাপনা ঠিক রাখাও সম্ভব নয়।’

এদিকে আইপিএলের গত মৌসুমেও কলকাতার একটি ম্যাচের সূচি পরিবর্তন করা হয়েছিল, সেই সময়ও শহরে একটি রাম-নবমী উৎসব চলছিল। কলকাতা এখন পর্যন্ত দুই ম্যাচ খেলে একটিতে জিতেছে। অন্যদিকে, লখনৌও প্রথম ম্যাচে দিল্লি ক্যাপিটালসের কাছে হারের পর হায়দরাবাদকে নিজেদের দ্বিতীয় খেলায় হারায়।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2025 KhulnarAlo
Theme Customized By BreakingNews