খুলনায় ‘সুস্বাস্থ্যের জন্য ফলিত পুষ্টি’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকাল ১০ টায় খুলনা সার্কিট হাউজ সভাকক্ষে ওই সেমিনারের আয়োজন করে কৃষি মন্ত্রণালয়ের অধীন বাংলাদেশ ফলিত পুষ্টি গবেষণা ও প্রশিক্ষণ ইনস্টিটিউট (বারটান) খুলনা বিভাগীয় আঞ্চলিক কেন্দ্র ঝিনাইদহ কর্তৃক আয়োজিত সেমিনারে উপস্থিত ছিলেন খুলনা জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলাম, সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন ড. মো. জামাল হোসেন, বিশেষ অতিথি ছিলেন ডাঃ মোছাঃ মাহফুজা খাতুন, সিভিল সার্জন খুলনা, সভাপতিত্ব করেন বারটান প্রধান কার্যালয়ের নির্বাহী পরিচালক রেহেনা আকতার,
এসময় খুলনা জেলা প্রশাসক বলেন, ভবিষ্যৎ প্রজন্মকে পুষ্টি জ্ঞান সমৃদ্ধ করে তুলতে হবে। পুষ্টি সমৃদ্ধ জাতি মানেই একটি সমৃদ্ধশালী জাতি। তাই ভবিষ্যৎ প্রজন্মকে পুষ্টি সমৃদ্ধ করে তুলতে হলে পুষ্টি সচেতনতা বিষয়ক সেমিনার আয়োজন করা প্রয়োজন।