তেরখাদা প্রতিনিধিঃ
আজ ০৩ সেপ্টেম্বর বিকেল ৪টার দিকে স্থানীয় নতুন বাসস্ট্যান্ড চত্ত্বরে তেরখাদা উপজেলা বিএনপির উদ্যোগে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন উপলক্ষে এক বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। র্যালি শেষে উপজেলা বিএনপির সম্মেলন প্রস্তুত কমিটির আহবায়ক চৌধুরী কাওছার আলীর সভাপতিত্বে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতা করেন খুলনা জেলা বিএনপির সদস্য সচিব শেখ আবু হোসেন বাবু। প্রধান বক্তার বক্তৃতা করেন খুলনা জেলা বিএনপির সদস্য মোল্লা এনামুল কবির। বিশেষ অতিথির বক্তৃতা করেন জেলা বিএনপির সদস্য যথাক্রমে আনিসুর রহমান ও মল্লিক আব্দুস সালাম, জেলা ওলামা দলের আহবায়ক হাফেজ মাওলানা ফারুক হোসাইন ও জেলা কৃষকদলের সাধারণ সম্পাদক মোঃ আবু সাঈদ। উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব এফ এম হাবিবুর রহমানের সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন এবং উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সাবেক আহবায়ক ও উপজেলা বিএনপির সম্মেলন প্রস্তুত কমিটির সদস্য চৌধুরী ফখরুল ইসলাম বুলু, উপজেলা বিএনপির সম্মেলন প্রস্তুত কমিটির সদস্য যথাক্রমে মোল্যা মাহবুবুর রহমান, মোঃ ইকরাম হোসেন জমাদ্দার, সরদার আব্দুল মান্নান, মোঃ সাজ্জাদ হোসেন নান্টা, শরীফ নাঈমুল হক ও মোল্যা হুমায়ুন কবির, বিএনপি নেতা মোল্যা আজিজুর রহমান গাউস, মোঃ মিল্টন হোসেন মুন্সী, মোঃ বিল্লাল হোসেন, শেখ আজিজুর রহমান আজিবার, মোঃ আবুল হোসেন বাবু মোল্যা, এস কে নাসির আহমেদ, মোঃ আবুল বাশার, মোঃ মোবাম্বার আলম, মোঃ সাইফুল ইসলাম মোড়ল, এস এম ইমদাদুল হক, শেখ জাহিদুল ইসলাম, খান গিয়াস উদ্দিন, যুবদল নেতা আমিনুল ইসলাম মিলু চৌধুরী, ফেরদৌস মেম্বার, সাবেক ছাত্রনেতা মোঃ আল আমিন আমিন, চৌধুরী মেহেদী হাসান, শেখ রাজু আহমেদ, স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মোঃ সোহাগ মুন্সী, সদস্য সচিব মোঃ শামীম আহমেদ রমিজ, কৃষক দলের আহবায়ক রাজু চৌধুরী, সদস্য সচিব মোঃ সাবু মোল্যা, উপজেলা ছাত্রদলের আহবায়ক মোঃ সাব্বির আহমেদ টগর, আসাব চৌধুরী, তানভীর মোল্যা, খান রাকিবুল ইসলাম টিটো। সভায় এছাড়া জেলা উপজেলা ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। সভায় প্রধান অতিথি বলেন, দলকে লুসংগঠিত করে আগামী নির্বাচনে বিএনপিকে ক্ষমতায় আনতে হবে। তিনি বলেন, বিএনপি জনগণের দল। বিএনপি ক্ষমতায় আসলে দেশ ও দশের বৈপ্লবিক উন্নয়ন সাধিত হয়। তিনি দেশের সার্বিক উন্নয়ন ত্বরান্বিত করতে এবং দেশের মানুষের কল্যাণে ধানের শীষ প্রতীকের পক্ষে কাজ করে বিএনপিকে সরকার গঠনের সুযোগ প্রদানের উদাত্ত আহবান জানান।