রিপন বিশ্বাস, তেরখাদা প্রতিনিধিঃ মহামান্য হাইকোর্টের নির্দেশনা মোতাবেক তেরখাদা উপজেলার অভ্যন্তরে মধুপুর ইউনিয়নে অবৈধ ইট ভাটা ও কাঠ কয়লার চুল্লী বন্ধে অভিযান পরিচালনা করা হয়। জেলা প্রশাসকের নির্দেশে উপজেলা প্রশাসনের আয়োজনে গত মঙ্গলবার সকাল ১০ টার দিকে দিকে মধুপুর ইউনিয়নের মধুপুর গ্রামে স্থাপিত ১৩ টি কাঠ কয়লার চুল্লী উচ্ছেদ করা হয়। ফায়ার সার্ভিসের সহযোগিতায় চুল্লী গুলো বিনষ্ট করা হয়।
একই দিনে দুপুর ১২ টার সময় ইটভাটা বন্ধে অভিযান পরিচালনা করা হয়। সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট আঁখি শেখ ঃচ্ছেদ অভিযানের নেতৃত্ব দেন।
এ দিনে তিনি অভিযান পরিচালনা করে ৬ টি ইটভাটার বিদ্যুৎ বিচ্ছিন্ন করেন এবং চুল্লী গুলো বন্ধ করে দেন।
অভিযান পরিচালনাকালে যৌথ বাহিনীর অফিসার ফোর্স, থানা ও জেলা পুলিশের অফিসার ফোর্স উপস্থিত ছিলেন।