রিপন বিশ্বাস, তেরখাদা (খুলনা)আজ সোমবার সকাল ১১টার দিকে উপজেলা প্রশাসনের উদ্যোগে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস-২০২৫ উদযাপন উপলক্ষে এক আলোচনা সভা উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার (অঃ দাঃ) আঁখি শেখ এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় শুভেচ্ছা বক্তৃতা করেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার হানিফ সিকদার। উপজেলা একাডেমিক সুপারভাইজর সাহেলা সুলতানা এর সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ শিউলি মজুমদার, সিনিয়র উপজেলা মৎস্য অফিসার মোঃ সাইদুজ্জামান, উপজেলা মহিলা বিষয়ক অফিসার নাজমুল হক, তেরখাদা প্রেসক্লাবের সভাপতি এস এম মফিজুল ইসলাম জুম্মান, উপজেলা পল্লী উন্নয়ন অফিসার মোঃ মাসুদ রানা, পল্লী দারিদ্র বিমোচন অফিসার অরুফা খাতুন, উপজেলা জনস্বাস্থ্য উপ-সহকারী প্রকৌশলী প্রজিত সরকার, উপজেলা প্রকৌশলী ভাস্কর মৃধা, উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মোঃ স্বপন ব্যাপারি, সহকারী উপজেলা যুব উন্নয়ন অফিসার মোঃ মোজাফফর হোসেন, সহকারী প্রোগ্রামার লিডাম পল বালা, তেরখাদা প্রেসক্লাবের সহ-সভাপতি মোঃ রবিউল ইসলাম, ফায়ার সার্ভিসের প্রতিনিধি মোঃ আরিফুর রহমান। সভায় এছাড়া অন্যান্য দপ্তরের অফিসারগণ উপস্থিত ছিলেন। পরে এক মহড়া অনুষ্ঠিত হয়।