পাইকগাছা প্রতিনিধি:
পাইকগাছায় বাসা ভাংচুর করে চিংড়ি ঘেরের জমি দখল চেষ্টার অভিযোগে আদালতে মামলা হয়েছে।
বুধবার পাইকগাছার সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে এ মামলাটি করেছেন ডিড মালিক উপজেলার পারিশামারীর মৃতঃ দয়াল কৃষ্ণ সানার ছেলে সঞ্জয় সানা। আর আসামীরা হলো পাইকগাছা উপজেলা সাবেক চেয়ারম্যান এ্যাড, সম বাবর আলীর ছেলে এ্যাড,এসএম শিবলী নোমানী রানা ও স্থানীয় ত্রিনাথ বাছাড়। আদালত মামলাটি আমলে নিয়ে থানার ওসি’কে তদন্তপুর্বক প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন।
মামলা সুত্রে জানাগেছে, লস্করের চক বগুড়া মৌজায় এসএ,৫ খতিয়ানের ২৬৩,২৫০ সহ একাধিক দাগ ও বিআরএস ১৯১ খতিয়ানের ৫৬৪,৫৬৭,৫৮০ সহ একাধিক দাগে ৭ একর জমি ইজারা নিয়ে চিংড়ি ঘের শুরু করছেন। বাদী সঞ্জয় সানার অভিযোগ পুর্বশত্রুতা বশত প্রতিপক্ষরা চিংড়ি ঘের দখল চেষ্টা করে আসছে। এর জের ধরে গত ৯ মার্চ বেলা সাড়ে ১১ টায় লোকজন নিয়ে বাসা ভাংচুর করে দখল চেষ্টা করে। এতে বাঁধা দিলে তারা গালাগালী, হুমকিসহ লাঞ্ছিত করে ক্ষয়ক্ষতি করেন। জানাগেছে, বিরোধীয় এ জমি নিয়ে পাইকগাছা সিনিয়র সহকারী জজ আদালতে দেওঃ ৫২১/২১ চলমান মামলায় নিস্পত্তি না হওয়া পর্যন্ত বিজ্ঞ আদালত ল্যান্ড সার্ভে আপীল্যান্ট ট্রাইব্যুনালের ১৮৯৯/১৩ নং মোকদ্দমার রায় ড্রিগ্রী স্থগিত রাখা আবশ্যক।
সর্বশেষ জমি নিয়ে বিরোধ দেখা দিলে ইতোমধ্যে থানায় দু’পক্ষের মধ্যে বসাবসি হলেও কেন সমাধান হয়নি।
তবে অভিযোগের বিষয়ে এ্যাড, এসএম শিবলী নোমানী রানা পাল্টা অভিযোগ করেন,প্রতিপক্ষরা আমাদের চিংড়ি ঘেরের জমি জোর করে দখলের পাঁয়তারা করছেন।