তেরখাদা প্রতিনিধিঃ তেরখাদা থানার অফিসার ইনচার্জ মেহেদী হাসানের নেতৃত্বে সংগীয় অফিসার ফোর্স নিয়ে গত ১০ মার্চ রাতে কুমীরডাঙ্গা এলাকা থেকে ধর্ষণ মামলার আসামী মফিজ শেখকে গ্রেফতার করেন। পুলিশ জানায়, কুমীর ডাঙ্গা এলাকার মফিজ শেখ গত ১বছর আগে কুমীরডাঙ্গা এলাকার এক গৃহবধূর শয়ন কক্ষে গিয়ে গৃহবধূ ইচ্ছার বিরুদ্ধে ধর্ষণ করে এবং কৌশলে মোবাইলে বিভিন্ন ভিডিও ধারণ করে। এই ভিডিও বিভিন্ন যোগাযোগ মাধ্যমে প্রচারের ভয় দেখিয়ে দীর্ঘ এক বছর ধরে গৃহবধূকে ধর্ষণ করে আসছে। সর্বশেষ গত ২৯ জানুয়ারি ২০২৫ তারিখ রাত সাড়ে ১০টার দিকে গৃহবধূর শয়ন কক্ষে প্রবেশ করে খাটের উপর নিয়ে তার ইচ্ছার বিরুদ্ধে ধর্ষণ করে। প্রতিবাদ করলে সে ভিডিও প্রচারের ভয় দেখায়। এ বিষয়ে গৃহবধূ তেরখাদা থানায় মামলা দায়ের করেন। মামলা নং-০৫, তারিখ-১০/০৩/২০২৫ইং। ধারা ৯(১)২০০০ সালের নারী ও শিশু নির্যাতন দমন আইন সংশোধনী ২০০৩ (তৎসহ)৮ (১৮/৮ পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইন (২)২০১২। তেরখাদা থানার অফিসার ইনচার্জ মেহেদী হাসান বলেন, আসামীর বিরুদ্ধে একাধিক অভিযোগ আছে।