খুলনা ব্যুরো
মাহে রমজান উপলক্ষে এ্যাডামস ও ওব্যাট হেল্পাসের উদ্যোগে ওব্যাট জুনিয়র হাই স্কুলের সাড়ে ছয় শত শিক্ষার্থীদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।
১১ মার্চ মঙ্গলবার সকালে ১০টায় নগরীর খালিশপুরের ওব্যাট জুনিয়র হাই স্কুলের শিক্ষার্থীদের মাঝে চাল, মসুর ডাল, ভোজ্য তেল, আটা, আলু, লবন, খেজুর, ছলা, ঘন দুধ ও চিনি মোট দশ আইটেমের খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খালিশপুর শহর সমাজসেবা অফিসার মানব রঞ্জন বাছাড়।
এ সময় প্রধান অতিথির বক্তৃতায় তিনি বলেন, শিক্ষা মানবিক মূল্যবোধ অর্জন করে। শিক্ষা সামাজিক দায়িত্ব ও কর্তব্য সম্পর্কে সচেতন করে। শিক্ষার মাধ্যমে মানুষ তার ব্যক্তিত্ব গঠন করে। খুলনায় ওব্যাট হেল্পারসের সহযোগিতায় হাজারো শিক্ষার্থী লেখাপড়া করে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়ে জ্ঞান অর্জন ও পেশাগত বিকাশ, এবং কর্মসংস্থানের লক্ষ্যে লেখাপড়া করে স্বাবলম্বী হয়েছে। এজন্য ওব্যাট হেল্পাসের মত সকলের সহযোগিতায় শিক্ষিত সমাজ গড়তে এসব সংগঠনের বিকল্প নেই।
এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ওব্যাট হেল্পার্স খুলনা প্রকল্প কর্মকর্তা মো. হুমায়ুন কবির।
এ সময় আরো উপস্থিত ছিলেন ওব্যাট হেল্পাস এর মনিটরিং অফিসার শার্জিল জিলানী, শিশু সুরক্ষায় সমাজকর্মী লাইলা আফিয়া আঞ্জুমান, সমাজসেবা অফিস সহকারি (সমন্বয়ে পরিষদ) মো. সাদ্দাম হোসেন, শিশু সুরক্ষায় জেলা সমাজসেবা কর্মী রাশেদ আনোয়ার, ওব্যাট জুনিয়র হাই স্কুলের প্রধান শিক্ষিকা নওশীন জেভা, সিনিয়র শিক্ষক মো. নাসিম-সহ আরও অনেকে।