খুলনা ব্যুরো
সম্প্রতি ম্যাটস, ডিএমএফ ইস্যুতে স্বাস্থ্য মন্ত্রনালয়ের সিদ্ধান্তের প্রতিবাদ সহ ৫ দফা দাবিতে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মিড-লেভেল ও ইন্টার্ন চিকিৎসকদের ২ ঘন্টা কর্মবিরতি আজ ২য় দিনে অব্যহত রয়েছে। সকাল ১০টা থেকে ১২ টা পর্যন্ত নিজ নিজ কর্মস্থলে না যেয়ে তারা এ কর্মবিরতি পালন করেন। ইন্টার্ন ডক্টরস অ্যাসোসিয়েশনের ডাকে ডাক্তাররা এ কর্মসূচী পালন করছে। সকাল ১০টায় হাসপাতালের আউট ডেপর ও ইনডোরের সকল কাজ বন্ধ রেখে মুল ফটকের সামনে অবস্থান নেয় আন্দোলনকারী। পরে সেখানে দুপুর ১২টা পর্যন্ত বিক্ষোভ মিছিল ও সমাবেশ করে চিকিৎসকরা। ডাঃ মহসিন আলী ফরাজী, ডাঃ আবু জাফর মোহাম্মদ সালেহ, ডাঃ আসাদুল্লাহ হিল গালিব ও ডাঃ তাজরুল ইসলাম তাজ সমাবেশে বক্তব্য রাখেন। অন্যদিকে একই দাবিতে আজ সকালে খুলনার বে-সরকারী মেডিকেল কলেজের ইন্টারনি ডাক্তারা বিক্ষোভ সমাবেশ ও কর্মবিরতি পালন করেছে। তবে এ কর্মসূচী চলাকালে হাসপাতালে রোগীদের জরুরি চিকিৎসা সেবা অব্যহত ছিলো।