নিজস্ব প্রতিবেদক
কেন্দ্রীয় বিএনপির তথ্য বিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলাল বলেছেন বিএনপি সাম্য ও অসাম্প্রদায়িক রাজনীতিতে বিশ্বাসী। এ দলে চাঁদাবাজ ও দখলবাজদের কোনো ঠাঁই নাই। ৫ আগষ্ট পরবর্তী সময়ে যারা দলীয় শৃঙ্খলা ভঙ্গ করেছে তাদের বিরুদ্ধে কঠোর সাংগঠনিক ব্যবস্থা গ্রহন করা হয়েছে। তিনি বলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে এদেশের তৃনমুল পর্যায়ের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ ভাবে মানবসেবায় অগ্রনি ভূমিকা পালন করতে হবে। আগামী সংসদ নির্বাচনকে সামনে রেখে এদেশের মানুষের ভোট ও ভাতের অধিকার নিশ্চিত করতে দল মত নির্বিশেষে কাজ করতে হবে। তিনি আরও বলেন বিগত সরকার এদেশের মানুষের মৌলিক অধিকার খর্ব করেছিলো বিধায় জনতার রোষানলে পড়ে তাদের বিদায় নিতে হয়েছে। এ কারনে বিএনপি দেশ সেবার দায়িত্ব পেলে এদেশের মানুষের মৌলিক অধিকার গুলোকে ফিরিয়ে দেবে।
তিনি আজ ১০ মার্চ বিকালে রূপসা উপজেলা বিএনপির আয়োজনে এতিম ও সূধীজনের সম্মানে শ্রীফলতলা ইউনিয়নের পালেরহাট স্বনির্ভর ক্লাব মাঠে অনুষ্ঠিত ইফতার ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন। ইফতার ও দোয়া মাহফিলে প্রধান আলোচক হিসাবে উপস্থিত ছিলেন খুলনা জেলা বিএনপির আহবায়ক মোঃ মনিরুজ্জামান মন্টু। বিশেষ অতিথির বক্তৃতা করেন জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক এ্যাডঃ মোমরেজুল ইসলাম,উপজেলা বিএনপির আহবায়ক মোল্যা সাইফুর রহমান। রূপসা উপজেলা বিএনপির সদস্য সচিব মোঃ জাবেদ হোসেন মল্লিকের সভাপতিত্বে এবং উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক শেখ আবু সাঈদ ও বিএনপি নেতা মোল্যা এনামুল কবীরের পরিচালনায় বক্তৃতা করেন জেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক খান জুলফিকার আলী জুলু, মোল্যা খায়রুল ইসলাম, শেখ আঃ রশিদ, মোস্তফা উল বারি লাভলু, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক জিএম কামরুজ্জামান টুকু, এনামুল হক সজল, খুলনা জেলা যুবদলের আহবায়ক ইবাদুল হক রুবায়েদ, জেলা স্বেচ্ছাসেবকদলের আহবায়ক আতাউর রহমান রুনু, জেলা মহিলাদল সভাপতি এ্যাডঃ তসলিমা খাতুন ছন্দা, জেলা শ্রমিকদল আহবায়ক উজ্জল সাহা, জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আঃ মান্নান মিস্ত্রি, রূপসা উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক বিকাশ মিত্র, খুলনা জেলা তাঁতিদলের সদস্য সচিব মাহমুদুল আলম লোটাস, জেলা মহিলাদলের সাধারণ সম্পাদক সেতারা বেগম, জেলা ছাত্রদলের সাবেক সদস্য সচিব গোলাম মোস্তফা তুহিন। এসময় উপস্থিত ছিলেন জেলা বিএনপি নেতা নাজমুস সাকিব পিন্টু,জেলা মহিলাদল নেত্রী শাহানাজ ইসলাম, শ্রীফলতলা ইউনিয়ন বিএনপির আহবায়ক শফিকুল ইসলাম বকুল, সদস্য সচিব শাহাবুদ্দিন ইজারাদার, নৈহাটী ইউনিয়ন বিএনপির সদস্য সচিব দিদারুল ইসলাম, ঘাটভোগ ইউনিয়ন বিএনপির সদস্য সচিব মিকাইল বিশ্বাস, উপজেলা যুবদলের আহবায়ক শফিকুল ইসলাম বাচ্চু, সদস্য সচিব রুবেল মীর, জেলা যুবদল নেতা মোল্যা রিয়াজুল ইসলাম, বিএনপি নেতা জাকির জমাদ্দার,বাশির মোল্যা, শফিকুল ইসলাম,মাওঃ জাহিদুল ইসলাম, মাসুম বিল্লাহ, আজিজুল ইসলাম নন্দু, শামীম হাসান, বাদশা জমাদ্দার, কামরুল ইসলাম কচি, সাবেক ছাত্রনেতা মুন্না সরদার, হাসিবুর রহমান, সাবেক ছাত্রনেতা শাহজামান প্রিন্স, ইসরাইল বাবু, খান ওলিয়ার, হাফিজুর রহমান, ছাত্রদল নেতা শফিকুল ইসলাম, রাকিব আহাদ প্রমূখ।