তেরখাদা প্রতিনিধিঃ আজ ১০ মার্চ বিকেল ৩টার দিকে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে ২০২৪-২৫ অর্থ বছরে ক্লাইমেট স্মার্ট প্রযুক্তির মাধ্যমে খুলনা কৃষি অঞ্চলের জলবায়ু পরিবর্তন অভিযোজন (১ম সংশোধিত) শীর্ষক প্রকল্পের আওতায় আদমপুর এলাকায় মাঠ দিবস অনুষ্ঠিত হয়। উপ-সহকারী কৃষি অফিসার মোঃ মাসুদ শেখের সভাপতিত্বে আয়োজিত মাঠ দিবসের অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতা করেন উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ শিউলি মজুমদার। উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার কপিল দেব বসাক এর সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তৃতা করেন উপজেলা একাডেমিক সুপারভাইজর সাহেলা সুলতানা, এসিসট্যান্ট প্রোগ্রামার লিডাম পল বালা ও তেরখাদা প্রেসক্লাবের সভাপতি এস এম মফিজুল ইসলাম জুম্মান। এছাড়া এলাকার কৃষকরা মাঠে দিবসের আলোচনা সভায় বক্তৃতা করেন।