রিপন বিশ্বাস, তেরখাদা প্রতিনিধিঃ তেরখাদা থানার তেরখাদা গ্রামস্থ মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনের সামনে এক ছাত্রী(২১)কে উত্তক্ত করার অভিযোগে শাওন নামে এক ইভটিজারকে গ্রেফতার করেছে থানা পুলিশ। তেরখাদা থানার অফিসার ইনচার্জ মেহেদী হাসান সংগীয় অফিসার ফোর্স নিয়ে তাকে গত ১২ মার্চ দুপুর সোয়া ১ টার দিকে তেরখাদা বাজার থেকে গ্রেফতার করেন। পুলিশ জানায়, জনৈক শাওন মন্ডলের সাথে ওই ছাত্রীর গত অনুমান ২/৩ বছর পূর্বে ফেসবুকের মাধ্যমে পরিচয় ঘটে। সে সুবাদে উল্লিখিত শাওনের সাথে ছাত্রীর প্রতিনিয়ত কথা বার্তা হতে থাকে এবং প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। প্রেমের সম্পর্কের কারণে একে অপরের সহিত দেখা করার জন্য ওই ছাত্রী গত ১২মার্চ তারিখ সকালে বাস যোগে খুলনা এসে পৌছায় এবং আসামী শাওনের সাথে ফোনে যোগাযোগ করলে আসামী শাওন ওই ছাত্রীকে তেরখাদায় আসতে বলে। ওই ছাত্রী তেরখাদা বাজারে পৌছালে শাওন তাকে তার বাড়ি নিয়ে যাওয়ার কথা বলে। ১২মার্চ সোয়া ১ টার দিকে তেরখাদা থানাধীন তেরখাদা গ্রামস্থ মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনের সামনে নিয়ে শাওন ওই ছাত্রীকে কু-প্রস্তাব দেয় এবং তার অবৈধ যৌন কামনা চরিতার্থ করার জন্য বাদীকে জড়িয়ে ধরে ও স্পর্শকাতর স্থানে হাত দিয়ে যৌন পীড়ন করে। এ সময় ওই ছাত্রী চিৎকার করে উঠলে স্থানীয়রা থানা পুলিশে সংবাদ দেয়। এ সময় তেরখাদা থানার অফিসার ইনচার্জ মেহেদী হাসানের নেতৃত্বে সংগীয় অফিসার ফোর্স নিয়ে তেরখাদা বাজার থেকে ইভটিজার শাওনকে গ্রেফতার করেন। এ ব্যাপারে তেরখাদা থানায় মামলা হয়েছে। মামলা নং- ০৭,তারিখ- ১৩/০৩/২০২৫,আইনের নাম ও ধারা: ১০ ২০০০ সালের নারী ও শিশু নির্যাতন দমন আইন সংশোধনী ২০০৩। আসামী শাওনকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। তেরখাদা থানার ওসি মেহেদী হাসান বলেন, শাওন মন্ডলের বিরুদ্ধে ওই ছাত্রী বাদী হয়ে থানায় মামলা দায়ের করেছেন। আসামীকে আদালতে সোপর্দ করা হয়েছে।