পাইকগাছা(খুলনা) প্রতিনিধি:
পাইকগাছায় পূর্ব শত্রতার জেরে হত দরিদ্র দ্বিজেন সরকারের চিংড়ি ঘেরে দুর্বৃত্তরা রাতে আঁধারে বিষ দিয়ে চিংড়ি মাছ সহ বিভিন্ন প্রজাতির মাছ নিধন করেছে। ঘটনাটি উপজেলার লতা ইউনিয়নের শামুকপোতা এলাকায়। এ ঘটনায় অজ্ঞাতদের নামে থানায় অভিযোগ হয়েছে।অভিযোগে জানাাযায়, উপজেলার লতা ইউনিয়নের শামুকপোতার অযোধ্য সরকারের ছেলে দ্বিজেন সরকারের একটি দেড় বিঘার চিংড়ি রয়েছে। তিনি জানান ওই ঘেরে আমি বিভিন্ন সময় প্রায় ৬০ হাজার চিংড়ি পোনা দিয়েছি। এ বাদেও ওই ঘেরে ভেটকি, পারশে, সহ বিভিন্ন প্রজাতির সাদা মাছ ছিল। শনিবার রাতে যে কোন সময় দুর্বৃত্তরা ঘেরে বিষ দিয়ে চলে যায়। তাতে আমার প্রায় দেড় লক্ষ টাকার ক্ষতি হয়েছে। তিনি আরো জানান আমি ঋণ করে ঘেরে চিংড়ি পোনা দিয়েছিলাম। এখ ঋণের বোঝা মাথায় নিয়ে ঘুরতে হচ্ছে। আমি প্রশাসনের নিকট দাবি জানায় যারা আমার ঘেরে বিষ দিয়ে মাছ নিধন করেছর তাদের সনাক্ত করে আইনের আওতায় আনার জন্য।