বাবুল আকতার ( খুলনা) প্রতিনিধি।।
পাইকগাছায় প্রতিপক্ষ ভাই ও তার পরিবারের বিরুদ্ধে বসতবাড়ীর ঘেরাবেড়া ভাংচুর করে ক্ষতিসাধন করার অভিযোগ উঠেছে। এ ঘটনায় প্রতিপক্ষদের বিরুদ্ধে থানায় অভিযোগ হয়েছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। প্রাপ্ত অভিযোগে জানা গেছে উপজেলার গদাইপুর ইউনিয়নের গোপালপুর গ্রামের মৃত মোজাহার গাজীর ছেলে মজিদ গাজীর সাথে প্রতিপক্ষ ভাই আবু হাসান গাজীর সাথে বসতবাড়ীর জায়গা জমি নিয়ে দীর্ঘদিন বিরোধ চলে আসছে। বিরোধ কে কেন্দ্র করে প্রতিপক্ষ ভাই আবু হাসান ও তার পরিবারের লোকজন মঙ্গলবার সকালে মজিদ গাজীর ঘেরাবেড়া ভাংচুর করে ক্ষতিসাধন করে। এসময় বাঁধা দিতে গেলে প্রতিপক্ষরা মজিদ ও তার পরিবার কে গালিগালাজ সহ মারপিট করতে উদ্যত হয়। এঘটনায় মজিদ বাদি হয়ে মঙ্গলবার সকালে হাসান গাজী সহ প্রতিপক্ষ ৫ জন কে বিবাদী করে থানায় লিখিত অভিযোগ করে। এব্যাপারে প্রতিপক্ষ আবু হাসান গাজী বলেন বসতবাড়ির পারিবারিক যাতায়াতের পথ মজিদ ও তার লোকজন ঘিরে দিলে বিরোধ তৈরী হয় এবং এ ঘটনায় কয়েকদিন আগে তাদের বিরুদ্ধে থানায় অভিযোগ ও করা হয়। তদন্ত করলে সঠিক বিষয়টি জানা যাবে। থানার এএসআই গৌতম মন্ডল জানান ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। এছাড়া বিষয়টি খতিয়ে দেখে এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে থানা পুলিশের এ কর্মকর্তা জানিয়েছেন।