নিজস্ব প্রতিবেদক
খুলনা কৈয়াবাজার শৈলমারি পলি ভরাট নদীর খেয়াঘাট ইযারা দেওয়ায় টোল অবমুক্ত করার দাবিতে এলাকাবাসী মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেন।
২৬ ফেব্রুয়ারি বুধবার সকাল দশটায় খুলনা কইয়া শইলমারি খেয়াঘাট অবমুক্ত ও সরকারি খরচে ব্রিজ করার দাবিতে শৈলমারি নদীর খেয়াঘাট সংলগ্ন এলাকায় মানববন্ধনে এলাকাবাসীরা বক্তব্যে বলেন, শোলমারী নদী ঐতিহ্যবাহী নামকরা নদী। এ নদী পলি পোড়ে ভরাট হয়ে যাওয়ায়। এলাকাবাসী মহিলা ও স্কুল ছাত্র ছাত্রীরা অর্ধবস্ত্রহীন অবস্থায় নদী পার হতে হয়। অনেক সময় স্কুলের ছাত্র-ছাত্রীদের বই ভিজে নষ্ট হয়ে যায়।
এই অবস্থা দেখার পর এলাকার প্রভাবশালী ব্যক্তি এবং ব্যবসায়ী যাকে সাধারণ মানুষ বলে মানবতার ফেরিওয়ালা। প্রফুল্ল কুমার রায় তিনি এলাকার মানুষের কষ্ট লাঘবের জন্য এগিয়ে আসেন। তার নিজ অর্থায়নে অলি পড়ে ভরাট হয়ে যাওয়া নদীর উপরে হাফ কিলোমিটার রাস্তা এবং কাঠের ব্রিজ তৈরি করেন এলাকার সাধারণ মানুষের চলাচলের জন্য।
গত ৫ই আগস্ট এর পর থেকে কিছু প্রভাবশালী ব্যক্তি কাঠের ব্রিজ টি খেয়াঘাট হিসাবে ইজারা নিয়ে সাধারণ মানুষের নিকট হতে টোল আদায় করার চেষ্টা করায়। টোল অবমুক্ত করার দাবিতে এলাকাবাসী মানববন্ধন করেন। এলাকাবাসীর দাবি এই ব্রিজটি টোল মুক্ত করা হোক।
এলাকাবাসীদের মধ্যে উপস্থিত ছিলেন
পীযূষ বন্দ্যোপাধ্যায় হরিদাস রায়, গীতা রানী সরকার, অনিমেষ দে, সুনীল কুমার, কবিতা রায়-সহ আরোও অনেক।