তেরখাদা প্রতিনিধিঃ তেরখাদা থানার অফিসার ইনচার্জ মেহেদী হাসানের নেতৃত্বে এস আই আব্দুর রহিম ও সংগীয় অফিসার ফোর্স নিয়ে তেরখাদা উপজেলার মল্লিকপুর ও বারাসাত গ্রামে অভিযান চালিয়ে নাশকতা মামলার দুই আসামীকে গ্রেফতার করেন। পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে থানার অফিসার ইনচার্জ মেহেদী হাসান ২৮ ফেব্রুয়ারি সকাল ১১টার দিকে এস আই আব্দুর রহিম ও সংগীয় অফিসার ফোর্স নিয়ে উপজেলার মল্লিকপুর এলাকায় অভিযান চালিয়ে মধুপুর ইউনিয়নের ৭ নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি মোঃ আরিফুর রহমান ওরফে আরিফ মল্লিক (৪৮) এবং পরে বারাসাত গ্রামে অভিযান চালিয়ে বারাসাত ইউনিয়নের ৯নং ওয়ার্ড আওয়ামী লীগের সদস্য মোঃ রবিউল ইসলাম ওরফে টুটুল (৪২) কে গ্রেফতার করেন। ধৃতদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। তেরখাদা থানার অফিসার ইনচার্জ মেহেদী হাসান জানান, চলমান বিভিন্ন মামলার আসামী, মাদক সেবী ও ব্যবসায়ী, জুয়াড়ি, সন্ত্রাসী, চাদাঁবাজ এবং অস্ত্রধারীদের গ্রেফতারে পুলিশী অভিযান অব্যাহত আছে। তিনি বলেন, চলমান এ অভিযান অব্যাহত থাকবে।