নিজস্ব প্রতিবেদক
মিলের শ্রমিকদের বকেয়া পাওনা পরিশোধ না করে এবং মিল চালুর কোন উদ্যোগ গ্রহণ না করে স্ক্র্যাপ সহ পুরাতন যন্ত্রাংশ বিক্রির টেন্ডারকে কেন্দ্র করে শ্রমিকদের ও ঠিকাদারদের মাঝে বিরূপ প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে। এই টেন্ডার দেওয়াকে কেন্দ্র করে সাধারণ শ্রমিকদের ও শ্রমিক নেতারা হুঁশিয়ারি সহ আল্টিমেটাম দিয়েছেন।
এদিকে সাধারণ ঠিকাদার সূত্রে জানা যায়, খালিশপুর জুট মিলের স্ক্র্যাপ বিক্রির টেন্ডারের যে ৯টি দরপত্র জমা পড়েছে তার মধ্যে সর্বোচ্চ দরদাতাকে ৪৫ টাকা ৭৩ পয়সা মূল্যে নির্বাচন করা হয়েছে তাতে সিন্ডিকেটের মাধ্যমে এই টেন্ডার বাস্তবায়ন হলে বর্তমান বাজার মূল্যে সরকার প্রচুর পরিমাণে রাজস্ব হারাবে বলে জানান তাঁরা।
গত ২৬ ফেব্রুয়ারি খুলনার একটি স্থানীয় পত্রিকায় খালিশপুর জুট মিলস লিমিটেড এর মিলে রক্ষিত আনুমনিক ৫০০ মেট্রিক টন এমএস ও লাইট স্ক্র্যাপ বিক্রয়ের দরপত্র আহ্বান করে বিজ্ঞাপন দেয়া হয়।
যার বিবরণীতে দেখা যায় মিলের ৮,৯ ও ১০ নং গোডাউন ও প্রধান ভান্ডারের সামনে এবং মিল অভ্যন্তরের নদীর তীরবর্তী স্ক্র্যাপ ডাম্পিং ইয়ার্ডে সিআই স্ক্র্যাপ, এমএস স্ক্র্যাপ ও লাইট স্ক্র্যাপের
বিপরীতে বিজেএমসির প্রধান কার্যালয় ঢাকার হিসাব বিভাগ, বিজেএমসি খুলনা আঞ্চলিক কার্যালয় চরের হাট, হিসাব বিভাগ শহর খালিশপুর খুলনা এবং খালিশপুর জুটমিল অফিস সহ মোট তিনটি স্থানের টেন্ডার বক্সে দরপত্রের সিডিউলে এক হাজার টাকা মূল্যের অফেরতযোগ্য আবেদন করে ৯ টি প্রতিষ্ঠান।
এ প্রেক্ষিতে ঐ ৯ টি প্রতিষ্ঠানের দরপত্রের মধ্যে খুলনার মেসার্স সোহাগ আয়রণ স্টোর কে সর্বোচ্চ ৪৫টাকা ৭৩পয়সা দরদাতা হিসেবে জমা দেয়।
এ বিষয়ে শ্রমিক দল কেন্দ্রীয় কমিটির যুগ্ন সাধারণ সম্পাদক ও খালিশপুর আঞ্চলিক শ্রমিক দলের আহ্বায়ক আবু দাউদ দীন মোহাম্মদ মৃধা বলেন, যদি শুধুমাত্র স্ক্র্যাপ বিক্রি করে তাতে কোনো সমস্যা নেই তবে স্ক্র্যাপের আড়ালে শ্রমিকদের ২০১৫ সালের মজুরি কমিশনের বকেয়া টাকা পরিশোধ না করে গোপনে মেশিনারি বিক্রি করে তাহলে শেষ রক্ত বিন্দু দিয়ে প্রতিহত করার কথা জানান।
কয়েকজন ঠিকাদার সূত্রে জানা গেছে, যশোরের জেজেআই জুট মিলের স্ক্র্যাপ ৫২ টাকা ৭০ পয়সায় বিক্রি করলেও ঐ একই স্ক্র্যাপ ৪৫ টাকা ৭৩ পয়সা মূল্যে সর্বোচ্চ দরদাতা হিসেবে খুলনার মেসার্স সোহাগ আয়রণ স্টোর কে নির্বাচন করে খালিশপুর জুট মিলসের কর্মকর্তারা।
এ বিষয়ে খালিশপুর জুট মিলের প্রকল্প প্রধান খলিলুর রহমান ০১৭৭৭-৭৯২১৫২ এই মোবাইল নাম্বারে যোগাযোগের চেষ্টা করলে তার ফোনটি রিসিভ করেননি।