রিপন বিশ্বাস, তেরখাদা ( খুলনা) তেরখাদা উপজেলায় আড়ম্বরের সাথে আর্ন্তজাতিক নারী দিবস-২০২৫ পালিত হয়েছে। দিবসটি পালন উপলক্ষে ৮ মার্চ সকাল ১১ টার দিকে উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের উদ্যোগে উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা মহিলা বিষয়ক অফিসার নাজমুল হকের সভাপতিত্বে এবং উপজেলা একাডেমিক সুপারভাইজর সাহেলা সুলতানার সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তৃতা করেন উপজেলা নির্বাহী অফিসার (অঃ দাঃ) ও সহকারী কমিশনার (ভূমি) আঁখি শেখ। সভায় অনান্যের মধ্যে বক্তৃতা করেন এবং উপস্থিত ছিলেন উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ শিউলি মজুমদার, থানার ওসি তদন্ত মোঃ জেল্লাল হোসেন, তেরখাদা প্রেসক্লাবের সভাপতি এস এম মফিজুল ইসলাম জুম্মান, উপজেলা পল্লী উন্নয়ন অফিসার মোঃ মাসুদ রানা, সহকারী উপজেলা যুব উন্নয়ন অফিসার মোঃ মোজাফফার হোসেন, এসিসট্যান্ট প্রোগ্রামার লিডাম পল বালা, কিশোর-কিশোরী ক্লাবের আবৃত্তি শিক্ষক সালমা ইয়াসমিন ও কিশোর-কিশোরী ক্লাব জেন্ডার প্রমোটর মোঃ রবিউল ইসলাম।